top of page
admin

পুরুষ বন্ধ্যাত্ব (Male infertility)

Updated: Sep 17

মেয়েদের মতো ছেলেরাও কিন্তু বন্ধ্যাত্বের জন্য সমানভাবে দায়ী। পুরুষদের ক্ষেত্রে কারণটি সহজে বের করা যায়। চিকিৎসা নিলে অনেকক্ষেত্রেই এই সমস্যার সমাধান সম্ভব। শুক্রানু পরিবহনে বাধা (Obstructive azospermia) থাকলে, নালীর মুখ বন্ধ থাকলে Cannulation/ Incision, মাইক্রোসার্জারি (Vasoepididymostomy, Vasovasostomy) আমরা নিয়মিত করে থাকি। ভেরিকোসিল আমাদের পুরুষদের মধ্যে প্রায়শই দেখা যায়, এতে অন্ডকোষের শিরাগুলো ফুলে মোটা হয়ে যায়। তাই অন্ডকোষ ছোট হয়ে যায়, সুস্থ শুক্রানু তৈরীর ক্ষমতা কমে যায়। যাদের ভেরিকোসিল থাকে, তাদের IVF- এ যাবার আগে Varicocele কারেকশন করতে হবে, নতুবা Success rate কমে যাবে। ভেরিকোসিলের সবচেয়ে কার্যকরী ও শ্রেষ্ঠ চিকিৎসা মাইক্রো-সার্জিকেল ভেরিকোসিলেক্টমি। বাংলাদেশে ডাঃ আজফার-ই সবচেয়ে ভালো করে থাকেন। তিনি গত কয়েক বছরে ১০০০ এর বেশি এই অপারেশন সার্থকভাবে করেছেন। এই অপারেশনের তেমন জটিলতা নেই আর ভবিষ্যতে হবার সম্ভাবনা থাকে না



11 views0 comments

Comentários


bottom of page